Best Adnetwork Adsterra Review & Payment Proof

Adsterra Review

বর্তমানে Adsense এর পরে যদি কোন ভাল Ad Network থেকে থাকে তাহলে আমার মতে সেটি হচ্ছে AdsTerra.Com
এখন অনেকেই প্রশ্ন ছুড়তে পারেন যে Adsterra এর থেকেও তো Media.Net অনেক বেশি ভাল। তাহলে সেটির কথা কেন বলছেন নাহ।
তাহলে যুক্তি শুনুনঃ Media.net এপ্রোভ নিতে যেকোল টার্মস ও কন্ডিশনের মধ্যে দিয়ে যেতে হবে তার অল্প কিছু রুলস ফলো করলেই আপনি
পেয়ে যাচ্ছেন এডসেন্স। আর যার কাছে অ্যাডসেন্স রয়েছে তার তো আর মিডিয়া ডট নেট এর কোন দরকার নেই।
আর তাছাড়া মিডিয়া.নেট হলো এডসেন্সের রিসেলার তাই নিশ্চিত ভাবে এডসেন্সের থেকে মিডিয়া নেটে ইনকাম অনেক কম হবে।এরপরে অনেকেই বলবেন যে Propellarads বেশি ভাল। আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা নিজে কোনরূপ এক্সপেরিমেন্ট ছাড়াই আর্টিকেল লিখে ফেলে। যদি বিশ্বাস না হয় তাহলে ১ সপ্তাহ Propellarads ব্যবহার করে দেখেন। এমন রাগ হবে যে মন বলবে যে ………যাই হোক বাদ দিন। এবার আমরা আলোচনা করবো এডসট্রেরা কিভাবে ইনকাম দিয়ে থাকে।



How Adsterra Network Pay Publishers

Adseterra Network মুলত Impression মাধ্যমে টাকা দেই। কিন্তু শুধুমাত্র Impression থেকে ভাল কোন ইনকাম মোটেও আশে নাহ।
তাই তারা পাশাপাশি সবসময় CPA Offer Promote করে তাদের ব্যানার এডস এর মাধ্যমে। এতে করে ইনকাম ৩০-৫০ গুন বেড়ে যাই।
আমার এমনো দিন আছে যে CPM 23$ পেয়েছি। তাহলে বুঝতেই পারছেন যে ইনকাম কত হয়েছে।
যদি এই পোস্টটা ভাইরাল হয় তাহলে আমি এমন একটা টিপস শেয়ার করবো যার ফলে আপনার ইনকাম বেড়ে যাবে প্রায় ৭০-৮০ গুন। 

Adsterra Payment Proof

নিচের ছবি গুলা থেকে থেকে ও বুঝে নিন আমার সাইটের ইনকাম রিপোর্ট ও পেমেন্ট প্রুফ।

Adsterra Payment Proof
Adsterra Payment Proof
Adsterra Earning Report
Adsterra Earning Report

 

ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পড়ে ফেলুন Bangla Vut Er Golpo.


Author: born2gamer
My Name is Onty. I'm here to share the best information about everything.

Leave a Reply