ভালবাসার পরেও যাকে পাননি তাকে নিয়ে আফসোস করবেন নাহ ! একে তো বিয়ের পূর্বে পরনারীর প্রতি ভালবাসা দেখানোটাও আল্লাহ পছন্দ করেন নাহ।
আর কাউকে ভালবেসে তাকে বিয়ে করলে যে ভবিষ্যতে সুখী হবেন এরো কোন গ্যারান্টি নেই।
মানুষ পরীবর্তনশীল, হয়তো নিজের জন্য নয়তো অন্য কারো জন্য। মনে রাখবেন, কারো পছন্দ হয়ে যাওয়া অনেক সহজ, কিন্তু কারো পছন্দমতো হওয়া অনেক কঠিন।
তাই আল্লাহ যাকে আপনাকে লাইফ পার্টনার হিসেবে রেখেছে তাকে নিয়ে খুশী থাকুন আর তাকেই মন থেকে ভালবাসুন।
কেননা তাকে আল্লাহ দুনিয়াই পাঠিয়েছে আপনার জন্যই তাই তাকে ভালবাসলে কোন লস হবে নাহ।
যুবক বয়স যখন পার হয়ে যাবে তখন বুঝতে পারবেন এই জীবনের কোন মুল্যই নেই, কিছুদিন পর এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে।
মৃত্যিই তখন শেষ গন্তব্য হবে তা বুঝতে পারবেন।
প্রেম এমন একটা জিনিস যা প্রথমে খুব ভাল লাগে, কিন্তু পরে সেই প্রেম ভেঙ্গে গেলে তা ভুলতে খুব কষ্ট হয়। এটা কেবল তারাই জানবে যারা কাউকে সত্যিকার অর্থে ভালেবেসে ছ্যাকা খেয়েছে, তারাই এই কষ্ট জানে। বাকিরা তার কষ্ট দেখে শুধু হাসবে।
মনে রাখবেন আপনার বউ এর মধ্যে পৃথিবীর সব গুন খুজতে যাবেন না, কেননা মেয়েরা এমন কোন জাদুকর নয় যে তাকে দিয়ে যা করাবেন তাই করবে আপনার মন মতো। সেও একজন মানুষ আর তারও জীবনে ভুল ভ্রান্তি হয় ঠিক আপনারই মতো।
সম্পর্ক করাও যেমন সহজ ঠিক তেমনি সম্পর্ক ভাঙ্গাও অনেক সহজ কিন্তু কঠিন হচ্ছে সেটা টিকিয়ে রাখা।
এই পৃথিবীতে সেই সবচেয়ে সুখী যে আল্লাহকে ভালবাসতে মেরেছে নিজের মন থেকে। আর যে আল্লাহকে বেশি ভালবাসে তাকে সবাই ভাল বাসে।
আমরা মানুষকে দাম দিতে গিয়ে নিজের দামকে কমিয়ে ফেলি, কিন্তু আসল সত্য হলো আপনার কষ্ট গুলা কেবল আপনি বুঝবেন অন্য কেউ বুঝবে নাহ।
আমাদের এই দুচোখ কোন সমুদ্র নয় কিন্তু সামান্য আঘাতেই এই চোখ দুটো থেকেই নোনা পানি ঝরতে থাকে। আবার সামান্য আঘাতেও মানুষের মন ভেঙ্গে যাই।
কেউ নিজের ইচ্চা খারাপ হয়না। বেশির ভাগ ক্ষেত্রেই পরিস্থিতি তাকে বাধ্য করে খারাপ হতে। তবে যারা অর্থ লোভে আর কারন ছাড়াই খারাপ হয় এদের স্থান তো একমাত্র জাহান্নাম। কোন অপরাথ হলেই আমরা কেবল সরকারের কাছে বিচার চাই। কিন্তু কতটুকুই বা ন্যায্য বিচার পাই এই দেশের মানুষ।
মনে রাখবেন আসল বিচারক হলেন মহান আল্লাহ তালা। তার কাছে সবাই সমান কেউ ছাড় পাবে নাহ। কেননা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন নাহ।
জীবনে ভাল ও খারাপ এর যে দুইটা রাস্তা রয়েছে তার মধ্যে আপনি ভাল রাস্তাটাই আকড়ে ধরে রাখবেন। আবার আমরা সবাই নিজ নিজ থেকে থেকে ভাল।
কিন্তু অন্য কারো কাছে হয়তো খারাপ। তাই সব সময় তওবা করুন যেন কাউকে মনের ভুলে কষ্ট দিয়ে না ফেলেন।
আপনি আপনার বন্ধুর জন্য যখন বিপদে তার পক্ষ হয়ে কথা বলবেন। দেখবেন যে আপনার বিপদে সে আপনার পক্ষে থেকে কথা বলছে নাহ।
আবার দেখা যাচ্ছে যে আপনার ছোট খাট বিপদ গুলাকে সে হাস্যকর হিসেবে ধরছে। এদের থেকে দূরে থাকাই উত্তম। তাই কারো পক্ষ নেওয়ার আগে দেখবেন যে কে ভুল আর কে সঠিক। কখনো ভুল ব্যক্তির পক্ষ নেবেন নাহ।
মনে রাখবেন তারাই কেবল বোঝে যারা বুঝতে চাই। কিন্তু যারা বুঝেও না বুঝার ভান ধরে তাদের আপনি সারা জীবনেও বোঝাতে পারবেন নাহ।
আর একটা ব্যাপার মনে রাখবেন, আপনার বিপদে যে আগিয়ে আসবে সেই আপনার প্রকত বন্ধু। হোক সে স্ত্রী বা বন্ধু বা মা বা বাবা।
আপনার সন্তানকে ততোটাই শিক্ষিত করুন যাতে আপনার বুড়ো বয়সের অসুস্থের সময় ডাক্তার নিয়ে আসে, উকিল নয়।
বয়স হয়ে গেলে মানুষের গুড লুকিং হেয়ার স্টাইল কিছুই আর সুন্দর করে নাহ। আকর্ষন করে তার চরিত্র।
তাই আয়নার সামনে নিজের চেহারার গুন না খুজে নিজের চরিত্রের ভুল খুজুন ।
পড়ে নিন দ্রুত ও আরাম দায়ক ঘুমের জন্য প্রয়োজনীয় টিপস।
গল্পটি যদি ভাল লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন নাহ। ধন্যবাদ।