বেশ কিছুদিন আগের ঘটনা, তখন বাংলাদেশে শীতকাল চলছে। হঠাত আমার বন্ধুর মামা মারা গেল সড়ক দুর্ঘটনাই। তাড়াহুড়া করে মাটি দিতে হবে।
তাই সেদিন রাতেই কবর দেওয়ার সিন্ধান্ত হলো। কেননা না লাশের অবস্থা এমন ছিল যে কেও দেখলে ভয় পেয়ে যাবে।
আমি আর আমরা ৪ বন্ধু মিলে লাশটা নিয়ে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে কবর স্থান বেশ দূরে প্রায় ২ কিলো মিটার।
তো আমরা রয়না দিলাম দাফনের কাজের জন্য। একটা জিনিস আমরা সবাই লক্ষ করলাম যে, আমরা যতো এগোচ্ছি লাশটা ততো ভারি হয়ে যাচ্ছে।
এমতাবস্থায় একটু খাটিয়াটা রাখলাম নিচে বিশ্রাম নেওয়ার জন্য। ঠিক তখনই মরা লাশ উঠে দাঁড়িয়ে বলে উঠলো,
“কিরে খুব কষ্ট হচ্ছে ? আমি কি একটু ধরবো ? ” এই কথা শুনে আমরা সবাই ভয়ে শেষ এই কি কেলেংকারি ঘটনা।
তখন আমরা কোন রকমে লাশটা নিয়ে যে কবর দিয়ে আশি।
পরের দিন আমরা ৪ জনই ভিশন জ্বরে আক্রান্ত হই। কবিরাজ ও ডাক্তার দেখিয়ে এর সমাধান করি।
সব মিলিয়ে ছিল এটা আমাদের জন্য এক বিরাট ভয়ের ঘটনা। যা আমার সারাজীবন মনে থাকবে।
ধন্যবাদ আমাদের এই ছোট্ট ভুতের গল্পটি পড়ার জন্য। বাংলা ভুতের গল্প।