২০২১ সালের সেরা কিছু মোবাইল গেমস

বর্তমানের যুগটাই হয়ে গেছে মোবাইলের। আর এই মোবাইলের যুগে গেম খেলে না এমন লোক খুজে পাওয়া খুব কম যাবে।
বেকার বা চাকরিজীবি সবাই খেলছে  গেম। কিছু গেম খেলতে অনেক সময় লাগে আবার কিছু গেম খেলতে সময় কম লাগবে।
কিছু গেম মনে বলে একের পর এক খেলেই যাই আবার কিছু গেম ২-৩ টা মিশন শেষ করার পর আর খেলতে মন চাই নাহ।
তো আজকে আমরা এমন ৩ টা গেমের নাম লিখবো যেগুলা বর্তমানে অনেক ভাইরাল পুরা বিশ্ব জুড়ে। চলুন দেখে নেওয়া যাক এক নজরে।



ফ্রী ফায়ার 

বর্তমানের সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেম হচ্ছে ফ্রী ফায়ার। কিন্তু পাবজি লাভাররা এই সত্য কথাটা মানতে একটু নারাজ।
কিন্তু প্লে স্টোরের ডাউনলোড চেক করলে এটাই বোঝা যাই যে ফ্রী ফায়ার পাবজির থেকে অনেক জনপ্রিয় একটা মোবাইল গেম।
তো কথা হচ্চে কেন ফ্রী ফায়ার এতো জনপ্রিয়তা লাভ করলো। এর অনেক গুলা কারন রয়েছে নিন্মে তা তুলে ধরা হলোঃ

 

  1. নরমাল ফোনেই এই গেম খেলা যাই
  2. ফোনে র‍্যাম ২ জিবি থাকলেই এই গেম মুটামুটি খেলা যাই
  3. গেমের ভিতরে তুলনা মুলক গানের সংখ্যা কম ফলে অনেক কিছুর সম্পর্কে ধারনা বেশি রাখা লাগে নাহ।
  4. একটি র‍্যং ম্যাচ খেলতে সময় লাগে মাত্র ১৫-১৮ মিনিট।
  5. গান স্কিন এর পাওয়ার রয়েছে।
  6. অনেক ধরনের ক্যারেক্টার রয়েছে যাদের নিজস্ব স্কিলও আছে।
Free Fire
Free Fire

কিন্তু এই গেম খেলতে হলে অনেক টাকার প্রয়োজন হবে। প্রথমত সবাই এই মনোভাব নিয়ে গেমটা খেলা শুরু করে যে আমি কোন টাকা খরচ করবো নাহ। কিন্তু দেখা যাই ২-৩ মাস খেলার পর টাকা খরচ না করে আর থাকতে পারে নাহ। কারন গেমটা খেলতে হলে কিছু ক্যারেক্টার থাকা বাধ্যতামুলক।
যেগুলা ছাড়া কেও ভাল মতো খেলতে পারবে নাহ। এছাড়াও দরকার হয় অনেক গান স্কিন এর। আর ভাল ড্রেস না পরে খেললে অনন্য প্লেয়ারদের কাছে কোন মুল্য পাওয়া যাই নাহ।

 

পাবজি

ফ্রী ফায়ারের পরেই রয়েছে পাব্জির স্থান বর্তমান গেমের জগতে। এই গেমটি খেলতে তেমন কোন টাকার প্রয়োজন হয় নাহ।

খুব সামন্য পরিমান টাকা খরচ করলেই রাজার হালে পাবজি খেলতে পারা যাই। তো চলুন দেখা নেওয়া যাই এই গেমের জনপ্রিয় হওয়ার পিছনের কিছু কারনঃ

  1. পাবজির গ্রাফিক্স অনেক ভাল।
  2. গেমের ভিতরে ম্যাপ অনেক বেশি।
  3. পাবজির টি ডি এম মুড টা অনেক সুন্দর ও জনপ্রিয়।
  4. গেমের ভিতর অনেক বাস্তবতার সাথে মিল আছে।
  5. ক্যারেক্টার মুভ মেন্ট অনেক ভাল ও স্মুথ।
  6. গেমটা মুলতো বড়দের জন্য বানানো হয়েছে।
Pubg Mobile

 

কল অফ ডিওটি

কল অফ ডিওটিও একটা জনপ্রিয় গেম। কিন্তু উপরের ২ টা গেমের কাছে কল অফ ডিওটি তেমন কোন ভ্যলু পাইনি। কিন্তু কল অফ ডিওটির পিসি ভার্সনে এখনো রয়েছে বিশাল রাজত্ব। তো চলুন জেনে নেওয়া যাক এই গেমটা জন্যপ্রিয় হওয়ার কিছু কারন।

 

  1. গ্রাফিক্স পাবজির থেকেও অনেক সুন্দর।
  2. খেলার জন্য অনেক ভাল ডিভাইসের প্রয়োজন।
  3. সাধারন যে কেও এই গেমটা খেলতে পারে নাহ।
  4. অনেক কিছু জানার আছে এই গেমের মধ্যে তাই পুরা গেমটা আয়োত্তে আনতে অনেক সময় লেগে যাই।
Call Of Duty




এই ছিল আজকে আমাদের ছোট্ট পোস্ট গেম নিয়ে। একটা অনুরোধ রইল আমাদের এই নতুন সাইটটি প্লিয আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।

আর আপনার একটি মুল্যবান মতামত আশা করছি। এটি আমাদের অনুপ্রেরনা দেই নতুন নতুন পোস্ট দেওয়ার জন্য, ধন্যবাদ।

Author: born2gamer
My Name is Onty. I'm here to share the best information about everything.

Leave a Reply