মামুনুল হক এর বাস্তব ঘটানা
মুলতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে মাওলানা মামুনুল হক তার স্ত্রীর সাথে ঘুরতে গিয়েছিলেন।
কিন্তু একদল মানুষ এইটাকে অনেক প্যাচিয়ে অনেক দূর নিয়ে যাওয়ার চেষ্টা এইভাবে করছে যে মামুনুল হক অন্য নারীর সঙ্গে গিয়েছেন।
যা সম্পুর্নরূপে মিথ্যা। মানুষ ক্ষমতার জন্য কি করতে পারে তা আমরা আগেই দেখে এসেছি দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ক্ষেত্রে।
ঠিক তেমনি মামুনুল হককে যে মিথ্যা অপবাদ দিয়ে নিচে টেনে ধরছে সেটা বুঝতে আমাদের কোন সন্ধেহ নেই।
মনে আছে ইউসুজ জুলেখার কথা জুলেখার কুপ্রস্তাবে রাজি না হওয়াই ইউসুফকে জেলে পাঠানো পুতিফার ও জুলেখার চক্রান্তের মাধ্যবে।
এখনেও আমাদের দেশের বর্তমান ক্ষমতার লোক চাচ্ছে যেন মোদি নিয়ে মামুনুন হক আর কোন পদক্ষেপ নিতে না পারে সেই কারনে মিথ্যা অপবাদে তাকে জেলের ভাত খাওয়ানোর চেষ্টা।
এই ব্যাপারে মিজানুর রহমান আজহারী তার ফেসবুকে পোস্ট দেন যে,
এই ব্যাপারে Muhammad Hasan Jamil তার ফেসবুকে পোস্ট দেন যে,
আরো সত্য পুংখানুপুংখভাবে আমরা জানতে পারবো, কিছুদিনের মধ্যেই। সোসিয়াল মিডিয়ায় যা ঘটে যাচ্ছে তা যে আমাদের বিশ্বাস করতে হবে এমনটা কিন্তু নয়।
আমরা সর্বদা আছি আল্লাহর পথে। এক্ষেত্রে মামুনন হক যদি সত্যিই খারাপ কিছু করে থাকে তবে আমরাও তার সঙ্গ ছেড়ে দেবো। কিন্তু এইরকম একজন মানুষের কাছে থেকে এইটা আশা করাও বোকামো। আশাকরছি খুব দ্রুতই আমরা ভাল খবর পাবো। ধন্যবাদ।